শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে নোবেল-মৌয়ের হাইওয়ে

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নোবেল ও মৌ। দেশসেরা দুই মডেল। বিজ্ঞাপচিত্রে যতটা দেখা যায় একসঙ্গে অভিনয়ে ততটা দেখা যায় না। এবারের ঈদে দু’জনকে একসঙ্গে দেখা যাবে এক টেলিফিল্মে। টেলিফিল্মটির নাম ‘হাইওয়ে’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। ঈদের দিন দুপুর ২টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি। এতে দেখ যাবে, এক হাইওয়েতে দেখা হয় নোবেল ও মৌয়ের। দু’জনেই বাড়ি থেকে পালিয়েছে। তবে কারণ দু’টি একেবারেই বিপরীত। নোবেলের বাবা তাকে অফিসে যেতে বলে, কিন্তু তার অফিস ভালো লাগে না। তাই বাবার যন্ত্রণা থেকে বাঁচার জন্য বাড়ি ছেড়েছে। অন্যদিকে, মৌয়ের বাবা তাকে নিজের পায়ে দাঁড়াতে বা চাকরি করতে দেন না। এখান থেকেই পথচলা শুরু। একসাথে অনেক সময়, ভালোলাগা, বন্ধুত্ব এবং প্রেম। শুরু হয় নতুন গল্প।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন