বিনোদন ডেস্ক : সমীর ফিচারিং ‘শূন্য বাড়ী’ নামে মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবামটি বাজারে আসছে ঈগল মিউজিক এর ব্যানারে। এই অ্যালবামে গান থাকছে পাঁচটি। এর মধ্যে মমতাজ ও ফজলুর রহমান বাবু কণ্ঠ দিয়েছেন দুইটি করে একক গানে ও একটি দ্বৈত গানে। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, দেলোয়ার আরজুদা শরফ, সোমেশ্বর অলি, প্লাবন কোরেশী ও লুৎফর হাসান। সুর করেছেন প্লাবন কোরেশী, লুৎফর হাসান, ফিরোজ কবীর ডলার। সঙ্গীত পরিচালনা করেছেন সমীর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন