কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবক আবুল হাসেমের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল হাসেম। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ ও নারায়ণপুর ৫ নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন। এর আগে মঙ্গলবার সকালে বিএসএফ’র গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম -২২ ব্যাটালিয়ান বিজিবি পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসলাম। মৃত আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে আবুল হাসেমসহ ৪/৫জনের একটি দল গরু আনার উদ্দেশে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৯ এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তালমারী এলাকার ২০০ গজ ভিতরে প্রবেশ করে।
আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফ’র সয়তালমারী ক্যাম্পের বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হাসেম। পরে সঙ্গিরা তাকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, রংপুরে ময়না তদন্তশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন