চলন্ত ট্রাক্টরের লাঙ্গলের ফলায় আটকে লিটন (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জে উপজেলার ইকরচালী এলাকায়।
তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উপজেলার ইকরচালী এলাকার সড়কে চলন্ত ট্রাক্টরে লাফ দিয়ে উঠে কিশোর লিটন। সে কিছুটা প্রতিবন্ধী হওয়ায় কিছুদূর গিয়ে চলন্ত ট্রাক্টর থেকে নামতে গিয়ে লাঙ্গলের ফলা তার পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কিশোরের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন