অচিরেই বলিউডে ভারতীয় টিভির তরুণ অভিনেতা দিশাঙ্ক অরোরার অভিষেক হয়েছে। তার অভিনয়ে ‘মিসিং’ নামে একটি স্বল্প প্রচারিত একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এই শুক্রবার।
দিশাঙ্ক ‘রাজা কি আয়েগি বারাত’, ‘এক বুন্দ ইশক’, ‘পুনর বিবাহ’, বালিকা বধূ’ এবং ‘সাপনো সে ভারি নেয়না’ ছাড়াও বেশ কিছু সিরিয়ালে মুখ্য আর গৌণ ভ‚মিকায় অভিনয় করেছেন। এছাড়া তাকে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে।
‘মিসিং’ ফিল্মটিতে তার সহঅভিনেতা হিসেবে আছেন পবন মালহোত্রা এবং করণ হরিহরণ। চলচ্চিত্রটিতে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গেয়ে তিনি বলেন, “পবন স্যারের সঙ্গে অভিনয় করতে পেরে ভালো লেগেছে। আমার বেশির ভাগ দৃশ্যই তার সঙ্গে। আমি নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর আমি থ্রিলার ফিল্ম ভালবাসি। আশা করি বলিউডে আমি নিজের জন্য অবস্থান তৈরি করতে পারব। আমার আশা দর্শকরা আমাদের এই প্রচেষ্টা সাদরে গ্রহণ করবে।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন