কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজহারুল হক শাহীনের পিতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ শামসুল হক (৯০) রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বিএসএমএমইউ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ আসর মেঘনা উপজেলার রামনগর ছয়ানী প্রাইমারী স্কুল মাঠে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাযায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এবং মেঘনা, দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রচুরসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন আলহাজ্ব মোঃ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন