শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১ পতি পত্মী অওর উও
২ পানিপথ
৩ কমান্ডো থ্রি
৪ পাগালপান্তি
৫ মারযাবাঁ

পানিপথ
আশুতোষ গোয়ারিকর পরিচালিত পিরিয়ড অ্যাকশন-ড্রামা।
সদাশিবরাও ভাউ (অর্জুন কাপুর) এবং আহমদ শাহ আবদালির (সঞ্জয় দত্ত) মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ কাহিনীর উপজীব্য। সদাশিবরাও উদগির দুর্গ দখল করে মারাঠা রাজ বালাজি বাজিরাও ওরফে নানা রাও পেশবার (মোহনিশ বেহল) কাছে নিজের সামর্থ্য প্রমাণ করলে পেশবা তাকে মারাঠা রাজত্বের অর্থ সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। এই সময় পার্বতীর সঙ্গে তার বিয়ে হয়। মোগল সাম্রাজ্যের অখন্ডতা রক্ষার জন্য নাজিব-উদ-দৌলা (মান্ত্রা) আফগান শাসক ও সেনাপতি আহমদ শাহ আবদালিকে ডেকে পাঠায়। সূচনা হয় যমুনার তীরে পানিপথের তৃতীয় যুদ্ধ। সদাশিবের সঙ্গে যোগ দেয় বিশ্বাস রাও (অভিষেক নিগম), সমশের বাহাদুর (সাহিল সালাথিয়া) এবং ইব্রাহিম খান গার্দি (নবাব খান)। রাজত্ব রক্ষায় মারাঠা আর মোগলদের মধ্যে শুরু হয় এই বীরত্ব ও অখন্ডতা প্রমাণের যুদ্ধ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন