শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে জিটিভির সব অনুষ্ঠান বিরতিহীন!

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জিটিভি প্রথমবারের মতো ঈদের সাত দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত সকল অনুষ্ঠান বিজ্ঞাপন বিরতিহীন প্রচার করবে। এটি বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার ইতিহাসে একটি মাইলফলক। গত ঈদ-উল-আজহায় সর্বপ্রথম রাত্রিকালীন সকল অনুষ্ঠান বিরতিহীনভাবে সম্প্রচার করে জিটিভি এবং দর্শকপ্রিয় বিরতিহীন অনুষ্ঠান সম্প্রচারের সেই সফল্যকে আরও একধাপ এগিয়ে নিতে, ধারাবাহিকভাবে এবারের ঈদ-উল-ফিতরের সকল নাটক, টেলিছবি, ছায়াছবি ও বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্যে কোন বিজ্ঞাপন বিরতি রাখবে না চ্যানেলটি। শুধু তাই নয়, দর্শকদের শ্রেণী বিবেচনায় হলিউডের এনিমেটেড ও ব্লকবাস্টার সিনেমা আয়োজন : ‘কিডস্ সিনে ফেস্ট’ যাতে ‘আইস এইজে’র মত সিনেমা দেখানো হবে। একাধিক ফেস্টের সমন্বয়ে এবারের ঈদ আয়োজন সাজিয়েছে জিটিভি। এরমধ্যে নাটককে সাজিয়েছে ৩টি ক্যাটাগরিতেÑ রোমান্টিক সব একক নাটক নিয়ে চ্যানেলটি প্রচার করবে : ‘রোমান্টিক ফেস্ট’, মোশাররফ করিমের ৭টি ভিন্ন ধারার কমেডি নাটক নিয়ে : ‘কমেডি ফেস্ট’ এবং ৭টি অঞ্চলের ভাষায় নির্মিত নাটক নিয়ে ‘আঞ্চলিক ফেস্ট’ যাতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি, বরিশাল, পাবনা এবং খুলনার আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক সম্প্রচারিত হবে। নাটকে আরও রয়েছে একটি মোশাররফ করিমের ধারাবাহিক। রয়েছে ‘আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্ট’, টেলিফিল্ম ফেস্ট’, ‘রোমান্টিক সিনে ফেস্ট’। উল্লেখ্য, গত বছরের ঈদ-উল-আজহায় জিটিভিই প্রথম বিরতিহীন ঈদ আয়োজন করে যা প্রশংসিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন