শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

উপস্থাপনায় বিদ্যা মীম-মাহি এবং নুসরাত ফারিয়া

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহি এবং নুসরাত ফারিয়া তিনজনই এবারের ঈদ-উল-ফিতরে উপস্থাপনা করছেন একুশে টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। নুসরাত ফারিয়ার উপস্থাপনা করলেও বিদ্যা সিনহা মীম এবং মাহিয়া মাহি প্রথমবারের মতো কোন টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। ঈদ-উল-ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত তিন পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’ এর ভিন্ন ভিন্ন পর্বে এই তিনজন তারকা উপস্থাপনা করেছেন। নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শুটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ণনা করেছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতিমধ্যে ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মীম বলেন, উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে ইন্টারেস্টিং লেগেছে, তারপর আমার নিজের গান নিয়ে কথা। তাই রাজী হয়ে গেলাম। আশা করি, অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে’। দীপু হাজরার প্রযোজনায় ঈদের চতুর্থ থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন