তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়া সীমান্তে প্রায় অর্ধলক্ষ শরণার্থী অপেক্ষমান রয়েছে। তারা যে কোন মুহূর্তে সীমান্ত অতিক্রম করতে পারে। অপরদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন করে অভিযান শুরু করেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। রাশিয়ার সহায়তায় ইতোমধ্যেই শহরটিতে অগ্রসর হয়েছে আসাদ বাহিনী। এই যুদ্ধ-সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যেই নিজ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ওই এলাকার ১০ হাজারেরও বেশি মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইদলিবে যুদ্ধের ভয়াবহতায় তুর্কি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে স্থানীয়রা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইদলিবের বিদ্যমান পরিস্থিতিতে সেখানকার ৫০ হাজার মানুষ তুরস্কে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কিন্তু নতুন করে আরও শরণার্থী গ্রহণের ক্ষমতা আর আঙ্কারার নেই। ইদলিবের স্থানীয় অ্যাক্টিভিস্ট সুলাইমান আবদুল কাদের আল-জাজিরাকে বলেন, বিমান হামলা চালিয়ে ও ব্যারেল বোমা নিক্ষেপ করে নির্বিচারে বেসামরিক কাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। বেসামরিক নাগরিক ও বিদ্রোহী সবাইকে শহরছাড়া করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। এদিকে, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। অধিকৃত অঞ্চল থেকে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার শেষ বেলায় রাজধানী দামেস্কের কাছে অন্তত চারটি স্থানে হামলা চালায় ইহুদিবাদী সেনারা। তবে ইসরাইলের ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং লক্ষ্যবস্তু কি ছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় নি সানা। সিরিয়ার একটি সরকারপন্থী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভবত লেবাননের আকাশ থেকে ইসরাইল চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এদিকে, সিরিয়ার সামরিক বাহিনী পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের একটি বিমান ঘাঁটির উপর দিয়ে উড়ে যাওয়া দুটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া, লাতাকিয়া শহরের উপর দিয়ে উড়ে যাওয়া আরেকটি ড্রোন ভূপাতিত করে সিরিয়ার সামরিক বাহিনী। প্রায় এক মাস বন্ধ থাকার পর ইহুদিবাদী ইসরাইল আবার সিরিয়ার ওপর হামলা শুরু করেছে। সানা,পার্সটুডে, আনাদোলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন