রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ধানাক

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

আট বছরের ছোটু (কৃষ ছাবরিয়া) আর তার বোন পরি রাজস্থানের এক গ্রামে থাকে। ছোটু দৃষ্টি প্রতিবন্ধী, তবে গ্রামের প্রাণ যেন সে। অপূর্ণতা থাকলেও গ্রামটিকে মাতিয়ে রাখে সে, সবাই তাকে ভালোবাসে। ১০ বছর বয়সী পরিই তার জীবনের সব। বন্ধু আর তার দৃষ্টি পরি। ছোটুর বয়স যখন মাত্র চার তখন পরি তাকে কথা দিয়েছিল ভাইটির বয়স যখন নয় হবে তখন সে যে করেই হোক তার দৃষ্টি ফিরিয়ে দেবার ব্যবস্থা করবে। পরি মনেপ্রাণে শাহরুখ খানের ভক্ত। সব সময় সে শাহরুখ কী করে তার খবর রাখে। একদিন সে শাহরুখের পোস্টার দেখতে দেখতে আবিষ্কার করে তার তারকা সবাইকে মরণোত্তর চোখ দানের আহবান জানিয়েছে। তার মনে বিশ্বাস জাগে তার প্রিয় তারকাই পারবে তার ভাইয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। শাহরুখের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করে সে। কিন্তু তার ক্ষমতা তো সীমিত। একদিন একজনের কাছে সে জানতে পারে জয়সিলমারে শাহরুখের শুটিং আছে। সিদ্ধান্ত নেয় শাহরুখের সঙ্গে সে সশরীরে দেখা করে ভাইয়ের জন্য সাহায্য চাইবে, তার প্রতিশ্রæতি রক্ষা করবে। শুরু হয় দুই ভাইবোনের এক অভিযাত্রা। পথে একের পর এক অদ্ভুত মানুষের সঙ্গে তাদের সাক্ষাত হয়। এদের কেউ তাদের সাহায্য করে, কেউ এড়িয়ে যায়, কেউ তাদের দেখে নতুন আশা দেখতে পায় আবার কেউ অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। শেষপর্যন্ত পরি কি শাহরুখের কাছে পৌঁছতে পারবে? রক্ষা হবে ভাইকে দেয়া তার প্রতিশ্রæতি।

হলিউড শীর্ষ পাঁচ
১। ফাইন্ডিং ডোরি (এনিমেশন; ভয়েস : এলেন ডিজেনারেস, হেইডেন্স রোলেন্স, অ্যালবার্ট ব্রুকস)
২। সেন্ট্রাল ইন্টেলিজেন্স (ডোয়েইন জনসন, কেভিন হার্ট, এমি রায়ান, অ্যারন পল)
৩। দ্য কনজ্যুরিং টু (প্যাট্রিক উইলসন, ভিরা ফারমিগা, ফ্রান্সেস ও’কনর)
৪। নাও ইউ সি মি টু (উডি হ্যরেলসন, মার্ক রাফেলো, জেসী আইসেনবার্গ, ডেইভ ফ্যাঙ্কো, মরগ্যান ফ্রিম্যান, মাইকেল কেইন, ড্যানিয়েল র‌্যাডক্লিফ, লিজি ক্যাপলান)
৫। ওয়ারক্রাফ্ট (বেন ফস্টার, পলা প্যাটন, ডমিনিক কুপার, টোবি কেবেল)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন