শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাকিব-অপু জুটির ৭২তম চলচ্চিত্র সম্রাট

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম ছবিটিই বাম্পারহিট ব্যবসা করলে এই জুটি রাতারাতি তারকা জুটিতে পরিণত হয়। গত এক দশকে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। সবচেয়ে ব্যস্ত জুটিও ছিলেন তারা। চলচ্চিত্রের অন্যতম সফল জুটিতে পরিণত হয়েছেন তারা। এই জুটি গত দশ বছরে চাচ্চু, কোটি টাকার কাবিন, দাদীমা, পিতার আসন, তোমার জন্য মরতে পারি, সন্তান আমার অহংকার, মনে প্রাণে আছ তুমি, মনে বড় কষ্ট, কথা দাও সাথী হবে, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, নাম্বার ওয়ান শাকিব খান, তোর কারণে বেঁচে আছি, মনের জ্বালা, প্রিয়া আমার জান, ঢাকার কিং, মাই নেম ইজ খান, হিরো-দ্যা সুপারস্টার, লাভ ম্যারেজসহ অসংখ্য সুপারহটি সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছর শাকিব-অপু জুটি এক দশক পূর্তি করেছে। এই জুটি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল উত্তম আকাশ পরিচালিত ‘রাজা ৪২০’। এই জুটির একটি মাত্র সিনেমা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। ঈদে মুক্তি প্রতীক্ষিত মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ শাকিব-অপু জুটির ৭২তম চলচ্চিত্র। সেঞ্চুরি করার পথে হাঁটছে শাকিব-অপু জুটি। এই জুটির নতুন ছবি ‘সম্রাট’ও আশা করা হচ্ছে সুপারহিট ব্যবসা করবে। প্রতি ঈদেই শাকিব-অপু জুটির ছবি সুপারহিট ব্যবসা করে। সবাই আশা করছেন, ‘সম্রাট’ শাকিব-অপুর এক দশকের ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন