বিনোদন ডেস্ক : ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈগল মিউজিক এর ব্যানারে আসছে জীবক বড়–য়ার আয়োজনে অ্যালবাম ‘সাম্পানওয়ালা’। গীতিকার ইউনূস বাঙ্গালীর কথায় ও রেমো বিপ্লবের সঙ্গীতায়োজনে, তিনটি গানের সমন্বয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা নির্ভর, রোমান্টিক ধাঁচের এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলী আফরোজ, সুমি, ইতু সিনহা ও জীবক নিজে। গানগুলো প্রকাশিত হওয়ার প্রায় কয়েকদিন এর মধ্যেই শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক -এ। অ্যালবাম সম্পর্কে জীবক বড়–য়া বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা সার্বজনীন নয় জেনেও, শ্রোতাদের ভিন্নধর্মী গান উপহার দিতে, এই অ্যালবাম। আশা করি গানের সুর ও সঙ্গীতই শ্রোতাদের গানের কথা বুঝতে আগ্রহী করে তুলবে এবং চট্টগ্রামকে আবারো সবার কাছে নতুন করে তুলে ধরতে পারবো। আশা করি গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন