রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অ্যালবাম সাম্পানওয়ালা

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈগল মিউজিক এর ব্যানারে আসছে জীবক বড়–য়ার আয়োজনে অ্যালবাম ‘সাম্পানওয়ালা’। গীতিকার ইউনূস বাঙ্গালীর কথায় ও রেমো বিপ্লবের সঙ্গীতায়োজনে, তিনটি গানের সমন্বয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা নির্ভর, রোমান্টিক ধাঁচের এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলী আফরোজ, সুমি, ইতু সিনহা ও জীবক নিজে। গানগুলো প্রকাশিত হওয়ার প্রায় কয়েকদিন এর মধ্যেই শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক -এ। অ্যালবাম সম্পর্কে জীবক বড়–য়া বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা সার্বজনীন নয় জেনেও, শ্রোতাদের ভিন্নধর্মী গান উপহার দিতে, এই অ্যালবাম। আশা করি গানের সুর ও সঙ্গীতই শ্রোতাদের গানের কথা বুঝতে আগ্রহী করে তুলবে এবং চট্টগ্রামকে আবারো সবার কাছে নতুন করে তুলে ধরতে পারবো। আশা করি গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন