বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী মিলনের গানের মডেল হলেন অরণ্য পাশা ও জলি। অরণ্য পাশার লেখা আরতি দেবী গানের টিউন করেছেন শিল্পী নিজে ও কম্পোজ করেছেন রেজোয়ান শেখ। সিডি চয়েসের ব্যানারের প্রকাশিত এ মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাশেদ রাহা। গানটি সম্পর্কে রাশেদ রাহা জানান, ‘আমি মিউজিক ভিডিও নির্মাণ করি না। নাটক নিয়ে ব্যস্ত। অরণ্য পাশা আমার খুব কাছের, তাই পরপর তিনটি মিউজিক ভিডিও নির্মাণ করলাম। এর আগে সাত পাকের জীবন ও রোদেলা আকাশ ব্যাপক প্রশংসিত হয়েছে। আশা করি আরতি দেবীও বরবারের মত ভালো লাগবে।’ টানা তিন দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে এ গানের চিত্রধারণ করা হয়েছে। ইতিমধ্যে আরতি দেবী ইউটিউবে প্রকাশ পেয়েছে। অরণ্য পাশা বলেন, ‘শখ থেকে সাত পাকের জীবন মিউজিক ভিডিওর মডেল হয়েছিলাম। সেটা আর শখ থাকে নি। এখন নিয়িমিত কাজ করছি। মাঝখানে বিরতি দিয়েছি ভালো কাজের জন্য। আশা করি আরতি দেবী সবার ভালো লাগবে। আরতি দেবী মিউজিক ভিডিওটি ইতোমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন