বিনোদন ডেস্ক : আজ থেকে ৩৫ বছর আগে মাহফুজুর রহমান মাহফুজের লেখা ও শেখ সাদী খানের সুর সঙ্গীতে কুমার বিশ্বজিৎ ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে’ গানটি গেয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল। গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এটি নিয়ে বিজ্ঞাপনচিত্র নির্মাণ ও সিনেমায়ও ব্যবহার করা হয়। ১৯৮২ সালে কুমার বিশ্বজিৎ-এর গাওয়া এই গান এতোটাই জনপ্রিয় হয়েছিলো যে মামুনুর রশীদ তাকে নিয়ে ‘সোর্ড’ বেøড’র বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন তাকে মডেল হিসেবে রেখে। দেখতে দেখতে এই গানের ৩৫ বছর হলেও আজও গানটি ব্যাপক জনপ্রিয়। প্রায় প্রতিটি স্টেজ শোতেই কুমার বিশ্বজিৎকে এই গান গাইতে হয়েছে। আগামী প্রজন্মের জন্য নতুন করে এই গানটিই গেয়েছেন বিটিভির ঈদের আনন্দ মেলায়। কুমার বিশ্বজিৎ জানান, ডিজে রাহাত ও মাসুম তার এই গানটি ‘কা¬ব সং’-এর আদলে নতুন করে তৈরি করেছেন। এটিই ‘আনন্দমেলা’য় পরিবেশন করা হবে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘তুমি রোজ বিকেলে গানটি আমার ক্যারিয়ারের একটি মাইলফলক। এই গানটি আমাকে শিল্পী হিসেবে শ্রোতাদের কাছে অনেক উঁচুতে নিয়ে গেছে। এই প্রজন্মের শ্রোতারাও তা প্রতিনিয়ত শুনছেন। ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করেই নতুনভাবে গানটি করা। আমার বিশ্বাস যে নতুন আদলে গানটি সবারই ভালো লাগবে। তবে মূল সুর থেকে সরে যাইনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন