রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শিশুদের জন্য কার্ডি বি’র উপহার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

র‌্যাপ গায়িকা কার্ডি বি বড়দিনের আগেই সুবিধাবঞ্চিত শিশুদের এক ট্রাক ভর্তি খেলনা এবং সামগ্রী উপহার দিয়েছেন। টিএমযি ডটকম জানিয়েছে ‘বোডাক ইয়েলো’ গানের জন্য খ্যাত কার্ডি বড়দিনের আগে মায়ামির একটি দোকান থেকে ৫ হাজার ডলারের গেইম, পুতুল, খেলার সামগ্রী কেনেন। কার্ডি মালামাল পরিবহণের জন্য তার কয়েকজন সহকারীকে দিয়ে একটি ট্রাক ভাড়া করেন এবং পরে সেগুলো দরিদ্র শিশুদের মধ্যে বিতরণ করেন। এই মাসের শুরুতে কার্ডি নাইজেরিয়ার লাগোসের একটি অনাথ আশ্রমে সান্টা ক্লস সেজে বাসস্থানের সন্ধানরত শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের উপহার দেন। লাইভস্পট টেন ফেস্টিভ্যালে পারফর্ম করার আগে তিনি এতিমখানার শিশুদের মুখে হাসি ফোটান এবং তাদের উপহার, পানি, খাবার তুলে দেন এবং তাদের সঙ্গে গল্প করেন। “সেই ভদ্রমহিলা ও পুরুষদের ধন্যবাদ দেয়া দরকার যারা শিশুদের ভালবাসা ও নিরাপত্তা দিচ্ছেন এবং তাদের ভাল জায়গা, গন্তব্য ও ভবিষ্যতে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন। আপনারা গুরুত্বপূর্ণ!” কার্ডি বি ইনস্টাগ্রামে ক্যাপশন দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন