স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে নৈতিক রাজ শেখর সিঙ্গানিয়ার ভ‚মিকায় অভিনয় করেন করণ মেহরা। এই চরিত্রটিকে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে দর্শকপ্রিয় একটি হিসেবে গণ্য করা হয়। কিছুদিন ধরে গুজব চলছে করণ এই সিরিয়ালটি ছেড়ে দিচ্ছেন বা বাদ পড়তে যাচ্ছেন। অন্যদিকে করণ এই রটনা অস্বীকার করেছেন।
একটি অনলাইন সূত্রকে করণ বলেছেন, “বেশ কিছুটা সময় ধরে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে চলেছি। না, আমি কোথাও যাচ্ছি না। আমি এই সিরিয়ালটি ছাড়ছি না। এমন কোনও ঘটনা ঘটেনি।”
এই গুজবের উৎপত্তি সিরিয়ালটির জেনারেশন লিপ নিয়ে। এতে নাকি করণ সন্তুষ্ট নন। এই প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো একেবারে বাজে খবর। সিরিয়ালটিতে এমন কোন ঘটনা ঘটেনি। আমি এখনও ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের অংশ হিসেবে আছি।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন