সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘দি আইরিশম্যান’ মার্টিন স্করসেসির পরিচালনায় শেষ চলচ্চিত্র?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

গ্যাংস্টার ধারার চলচ্চিত্রের দক্ষ নির্মাতা মার্টিন স্করসেসি কি শেষ পর্যন্ত পরিচালনাকে বিদায় দিচ্ছেন? দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে স্করসেসি আভাস দিয়েছিলেন ‘দি আইরিশম্যান’ চলচ্চিত্রটি তার পরিচালনা ক্যারিয়ারের শেষ ফিল্ম হতে পারে। গত ১ নভেম্বর নেটফ্লিক্সে ‘দি আইরিশম্যান’ ফিল্মটির প্রিমিয়ার হয়েছে। তার অন্যান্য অনেক ফিল্মের মত রবার্ট ডিনিরো, অ্যাল পাচিনো এবং জো পেসি অভিনীত এপিক ক্রাইম ফিল্মটি ব্যাপক প্রশংসা পেয়েছে। রিভিউ এগ্রিগেটর রটেন টম্যাটোসে ৪০০ রিভিউ গড় করে চলচ্চিত্রটি ৯৬ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং পেয়েছে। কুখ্যাত গ্যাংস্টার জিমি হফাকে খুনের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে এক আততায়ীর আত্মকথন ‘দি আইরিশম্যান’। স¤প্রতি সুপারহিরো নিয়ে চলচ্চিত্র সম্পর্কে বিরূপ মন্তব্য করে স্করসেসি আলোচনার কেন্দ্রে আসেন। সুপারহিরো চলচ্চিত্রের প্রাধান্য নিয়ে দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারের এক অংশে তিনি আভাস দেন এটিই হতে পারে তার শেষ ফিল্ম; তিনি বলেন, “অন্য ধরনের চলচ্চিত্রের কোনও জায়গা দেখছি না। জানি না আর কয়টি নির্মাণ করতে পারবৃ হয়তো সময় শেষ। হয়তো এটিই শেষ।” ‘মিন স্ট্রিট’ (১৯৭৩), ‘ট্যাক্সি ড্রাইভার’ (১৯৭৬), রেইজিং বুল’ (১৯৮০), ‘দ্য কালার অফ মানি’ (১৯৮৬), ‘গুডফেলাস’ (১৯৯০), ‘কেইপ ফিয়ার’ (১৯৯১), ‘গ্যাংস অফ নিউ ইয়র্ক’ (২০০২), ‘দি এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৪) এবং ‘শাটার আইল্যান্ড’ (২০১০) স্করসেসি পরিচালিত কয়েকটি চলচ্চিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন