শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বশেমুরবিপ্রবি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বেতন পরিশোধসহ ৩ দফা দাবি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ১৭৬ জন কর্মচারী ৩ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল সকাল ৯টায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বসে এ অবস্থান কর্মসূচি শুরু করে। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ কর্মসূচি চলাকালে কর্মচারী ইব্রাহিম শেখ, শেখ নাঈমুর রহমান, কাজী রুমা, সেলিম অহেমেদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমাদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণ ও দৈনিক মজুরি ভিত্তিতে কর্মচারীর স্থায়ী নীতিমালা করার ৩ দফা দাবিতে গত ১ মাস ধরে আমরা এ কর্মসূচি করছি। ৩ দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, আন্দোলনরত কর্মচারীদের বিষয়ে ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই অনুযায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো। এখন পর্যন্ত ইউজিসির কোন নির্দেশনা পাইনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন