শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফের কম্পিউটার চুরি

বশেমুরবিপ্রবি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ এএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফের কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এবার বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২টি কম্পিউটার চুরি হয়েছে। চুরির ঘটনা নিশ্চিত করলেও কবে নাগাদ ২টি কম্পিউটার চুরি হয়েছে তা নিশ্চিত করতে পারেননি বিভাগটির সভাপতি তছলিম আহম্মদ। তিনি বলেন, করোনার মাধ্যে মার্চের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। রেজাল্ট সংক্রান্ত কাজে গত ১৫ সেপ্টেম্বর বিভাগ খুললে ছাউনি ভাঙাসহ ২টি কম্পিউটার নিখোঁজ পাই এবং তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। তিনি আরও জানান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কার্যক্রম ওয়ালসেট টিনের ঘরে চলছে। এ বিভাগে জরাজীর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। গাছপালা আর লতাগুলো ভরে উঠেছে পুরো বিভাগ। এখানে সাপের উপদ্রবও রয়েছে। পাশাপাশি বিভাগটিতে রয়েছে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, নেই শিক্ষকদের বসার জায়গা। অপরদিকে বিভাগটির সামনেই তৈরি করা হয়েছে খোলা টয়লেট।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বলেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কম্পিউটার চুরি এবং জরাজীর্ণ অবস্থার কথা শুনেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মুহূর্তে ক্যাম্পাসের বাইরে আছেন, তিনি এলে বিষয়টির সমাধান করা হবে। আপাতত বিভাগটির গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার কক্ষে রাখার জন্য বলেছি। জানা যায়, গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। পরে ঢাকা থেকে পুলিশ ৩৪টি কম্পিউটার উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ১৫টি কম্পিউটার এখনও উদ্ধার হয়নি। এছাড়া ২০১৭ এবং ২০১৮ সালেও বিশ্ববিদ্যালয়টি থেকে প্রায় শতাধিক কম্পিউটার চুরির ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন