শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দ্য বয়

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

উইলিয়াম ব্রেন্ট বেল পরিচালিত হরর ফিল্ম ‘দ্য বয়’। ‘ওয়ের’ (২০১৩), ‘দ্য ডেভিল ইনসাইড’ (২০১২), ‘স্টে অ্যালাইভ’ (২০০৬) এবং ‘স্পার্কল অ্যান্ড চার্ম’ (১৯৯৭) বেল পরিচালিত চলচ্চিত্র।
গ্রেটা (লরেন কোহান) মন্টানার এক মার্কিন তরুণী। তার প্রেমিক কোলের (বেন রবসন) হাতে নির্যাতিত হবার পর সে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। ন্যানি হিসবে সে খÐকালীন কাজ নেয়। মিস্টার আর মিসেস হিলশায়ার (জিম নর্টন এবং ডায়ানা হার্ডক্যাসল) নামের এক বয়স্ক ইংরেজ দম্পতির বাড়িতে কাজ পায় সে। কাজে যোগ দেয়ার পর তাদের ৮ বছরের ছেলে ব্রামসের (জেট ক্লাইন) সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। অবাক হয়ে গ্রেটা দেখে ব্রামস আসলে এক পোর্সেলিনে তৈরি পুতুল। দম্পতি জানায় ২০ বছর আগে তাদের আসল ছেলেটি মারা যাবার পর তারা সেই শোক কাটানোর জন্য ব্রামসকেই তাদের ছেলে হিসেবে বিবেচনা করে। ব্রামসের দেখাশোনা করার জন্য বৃদ্ধ দম্পতি গ্রেটার জন্য কিছু কঠোর নিয়ম নির্ধারণ করে দেয়। এর মধ্যে কয়েকটি পালনে ব্যর্থ হয় গ্রেটা। এতে ভয়ানক সব ঘটনা ঘটতে শুরু করে। একসময় তার সবচেয়ে ভীতিকর দুঃস্বপ্নটি যেন সত্যে পরিণত হতে শুরু করে। গ্রেটার মনে একদিন ধারণা বদ্ধমূল হয় যে ব্রামস আসলে পুতুল নয় জীবিত একটি সত্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন