শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তারিন রহমান

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : টিভি নাটকে এবং বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন লাক্স তারকা তারিন রহমান। এরই মধ্যে নিজের অভিনয়শৈলী দিয়ে নতুনদের মধ্যে তারিন চলে এসেছেন আলোচনায়। টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে এবারই প্রথম তারিন রহমান একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাম ‘চিরকুট’। এটি রদেওয়ান রনির তত্ত¡াবধানে নির্মাণ করেছেন আতিক জামান। গেল সপ্তাহে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। দুটি ভিন্ন ছাদে দুটি ছেলেমেয়ে প্রতিদিন বিকেলে উঠে। একদিন ছেলেটি মেয়েটিকে একটি চিরকুট পাঠিয়ে তার নাম জানতে চায়। জবাবে মেয়েটি প্রত্যুত্তর দেয় কেন ছেলেটি নাম জানতে চায়। এভাবেই এগিয়ে যায় ‘চিরকুট’র গল্প। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে তারিন রহমান বলেন, ‘খুব রোমান্টিক একটি গল্প চিরকুট। কাজটি করে ভীষণ ভালোলেগেছে আমার। আশা করি দর্শকেরও ভালোলাগবে। সত্যি বলতে কী এই ধরনের গল্পে মনের অজান্তেই অভিনয়ে সাবলীল থাকা যায়। পরিচালকের প্রতি কৃতজ্ঞ আমাকে এমন একটি ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখার জন্য।’ তারিন জানান ভালোবাসা দিবসে ‘ইউটিউব’ এবং ‘পপকর্ণ লাইভ টিভি’তে এটি প্রচার হবে। এদিকে তারিন রহমান তার প্রথম চলচ্চিত্র আবু সাইয়ীদ পরিচালিত ‘ড্রেসিং টেবিল’র ডাবিং-এর কাজ শেষ করবেন চলতি সপ্তাহের মধ্যেই। এদিকে আসছে ফেব্রæয়ারি মাসে বাংলাভিশনে প্রচার শুরু হবে আশুতোষ সুজন পরিচালিত তারিন রহমান অভিনীত ধারাবাহিক নাটক ‘তিন কন্যা’। এতে অন্য দুই কন্যা হিসেবে অভিনয় করেছেন তানিজন তিশা ও সাফা।
ছবি ঃ তারিন রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন