শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রতিদিনের ধারাবাহিক লাইফ ইন এ মেট্রো

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘লাইফ ইন এ মেট্রো’। রুদ্র মাহফুজের রচনায় ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমাসহ আরও অনেকে। জীবনের ছন্দ ও আলোয় রাঙা জোনাককে হাতের মুঠোয় বন্দী করতে নিরন্তর ছুটে চলে তারুণ্য। নাগরিক কোলাহলের ভিড়ে কেউ সহজেই সাফল্যের পালক গুঁজে দিতে পারে আপন দিনলিপিতে। আবার কেউবা নষ্ট সময়ে হারতে হারতে এক সময় স্রোতের মাঝেই হারিয়ে যায়। অবশ্য পিঠটান করেও দাঁড়ায় অবাক বিস্মিত কোন কোন মানুষ। ব্যস্ত শহর এই ঢাকার জীবনাচারণে দেখা মেলে আনন্দ, দুঃখ ও ভালোবাসার মিশ্র এক মেলবন্ধন। চারশ বছরের পুরনো এ নগরের পরতে পরতে বয়সের ভারে ন্যুব্জ স্বপ্ন যেমন রয়েছে তেমনি আছে সৃজন উৎকর্ষতার বিস্ময়। ‘লাইফ ইন এ মেট্রো’ আধুনিক ঢাকার বেশকিছু তরুণের গল্প। যারা কখনো মেধাবী, কর্মদক্ষ, সৃজনশীল, প্রেমিক আবার কখনোবা উচ্ছৃংখল, পরিবারের জন্য দুঃস্বপ্ন, বেকার ও মাদকাসক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্মার্ট তরুণ জারিফ, শার্লিন, আরিশা, এ্যানা, শামা, নীল, সৌমিক, প্রীত, রাইসা, লাবণ্য, তুর্য এবং সারাহ ভিন্ন সমাজিক ও অর্থনৈতিক পার্থক্যে বেড়ে উঠলেও সবার মাঝে মিলটা হলো বন্ধুত্বের। এই তরুণদের পরস্পরের প্রতি পরস্পরের সম্পর্ক, ভালোবাসা, বিরহ, দ্ব›দ্ব, বিশ্বাস-অবিশ্বাস ও সর্বোপরি বন্ধুত্বটা স্পটভাবে উঠে আসবে ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকে।
ছবিঃ লাইফ ইন এ মেট্রো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন