শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রশাসনের আশ্বাস, কাজে যোগ দিয়েছেন খুলনার পাটকল শ্রমিকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১০:৫৭ এএম

প্রশাসনের আশ্বাসের পর অবশেষে অনশন কর্মসূচি বাদ দিয়ে কাজে যোগ দিয়েছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা। আগামী ১৬ জানুয়ারির মধ্যে জাতীয় মজুরি কমিশন-২০১৫ প্রদান করা হবে বলে আগেই ঘোষণা দিয়েছে সরকার।

আজ শনিবার ভোর থেকেই কাজে যোগ দিতে শুরু করেন তারা। ফলে মিলে উৎপাদন শুরু হয়। প্রাণচাঞ্চল্য ফিরেছে গোটা শিল্পাঞ্চলে।

এর আগে টানা পাঁচ দিন আমরণ অনশন কর্মসূচির পর মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

খুলনার সাতটি পাটকলে স্থায়ী ও অস্থায়ী প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন। যারা সবাই কাজে যোগদান করেছেন বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। মিলগুলো হচ্ছে- ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল। ফলে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে শিল্পাঞ্চলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** হতদরিদ্র দিনমজুর কহে ** ৪ জানুয়ারি, ২০২০, ১১:২৪ এএম says : 0
আলহামদুলিল্লাহ,সকল প্রশংসা আল্লাহর। পাটকল শ্রমিকরা আশ্বাসের প্রেখ্খিতে কাজে যোগ দিয়েছেন দেখে আমার বুকটা আনন্দে ভরে উঠেছে।কারন আমিও ঐ খালিশপুরের একটি পাট কলে কাজ করে ২৭বছর জীবন জীবিকা নির্বাহ করেছি।হে আল্লাহ তুমি পাট কল শ্রমিকদের সহায় হও।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন