রেমো ডি’সুজা বলিউডে প্রথম সারির একজন কোরিওগ্রাফার। পরিচালক হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন। এখন বাকি রইলো অভিনয়। কিন্তু এই নৃত্য তারকাটি জানিয়েছেন চলচ্চিত্রে অভিনয় করার কোন রকম ইচ্ছা নেই তার।
রেমো ‘ফালতু’ এবং ‘এবিসিডি : এনিবডি ক্যান ড্যান্স’ চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন। কোরিওগ্রাফি করেছেন ‘চামেলি’, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘দিলওয়ালে’ চলচ্চিত্রগুলোর। তিনি জানিয়েছেন এখন যা করে যাচ্ছেন তাতেই তিনি সন্তুষ্ট।
“আমি মোটেও চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী নই আর এখন যা করছি তাতেই আমি সন্তুষ্ট,” রেমো একটি সংবাদ সংস্থাকে বলেন।
“পর্দায় যে কাজ আসছে তা নিয়ে যদি বলতে হয় তাহলে আমি এখন ‘ড্যান্স প্লাস’ নিয়ে কাজ করছি,” তিনি আরও বলেন।
আগামীতে রেমোকে স্টার প্লাসের নাচ নিয়ে রিয়েলিটি শো ‘ড্যান্স প্লাস’এ দেখা যাবে। তিনি এতে সুপার-জাজের ভূমিকা পালন করবেন।
এছাড়া তিনি তার সুপারহিরো ফিল্ম ‘আ ফ্লাইং জাট’ চলচ্চিত্রের মুক্তির অপেক্ষায় আছেন। এতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নেথান জোন্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন