বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জেমসের গানের অনুপ্রেরণায় চলচ্চিত্র নির্মাণ করছেন রিয়াজুল রিজু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

 ‘এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি/ও লাল টুকটুক সেলাই দিদিমণি’। এদেশের গার্মেন্টসে কাজ করা লাখো নারীকে উৎসর্গ করে জেমস গেয়েছিলেন ‘দিদিমণি’ শিরোনামের গানটি। এ গানে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বাপজানের বায়োস্কোপ খ্যাত নির্মাতা রিয়াজুল রিজু। ফেব্রুয়ারী'র শুরুতেই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় লেডি অ্যাকশন ধাঁচের সিনেমাটির শুটিং শুরু হবে। রিয়াজুল রিজু বলেন, ‘বাপজানের বায়োস্কোপ নির্মাণের পর দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত ছিলাম, মাঝে প্রেমের কবিতা ও কাঙাল বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতায় তা আর হয়ে উঠেনি। তবে এবার দিদিমণি চলচ্চিত্রটি দ্রুত শেষ করে দর্শকদের উপহার দিতে পারব।’ তিনি বলেন, ‘আমি জেমসের একজন অন্ধ ভক্ত। আমার এই চলচ্চিত্রটির নাম পছন্দ করার ক্ষেত্রে জেমসের গাওয়া গানটি আমাকে বেশ অনুপ্রেরণা দিয়েছে।’প্রধান নারী চরিত্রসহ অন্যান্য চরিত্র-কলাকুশলীতে বেশ চমক রয়েছে জানিয়ে রিজু বলেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সকলকে অভিনেতা-অভিনেত্রীদের জানানো হবে। রিজু'র চিত্রনাট্য ও পরিচালনায় ‘দিদিমণি’ চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস। উল্লেখ্য, ২০১৫ সালে ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমাটি নির্মাণ করেন রিয়াজুল রিজু। চলচ্চিত্রটি সে বছর ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা চলচ্চিত্র পরিচালক’সহ আটটি বিভাগে নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। এছাড়াও তিনি বেশ কিছু নাটক ও টেলিভিশন প্রোগ্রাম নির্মাণ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জেমস ভক্ত ইমরান ১৯ মে, ২০২০, ১১:৫৫ এএম says : 0
গুরুকে নিয়েও সিনেমা তৈরি করা যাবে কিন্তু !
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন