ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার রচিত ‘আল কোরআন ও হাদীসের আলোকে ইসলামী ব্যাংক ব্যবস্থা : একটি পর্যালোচনা’ (Islami Bank Management in the light the Quran and the Hadith: An Analysis) শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি (চঐউ) ডিগ্রি প্রদান করা হয়। তার তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. মো: আবু বকর সিদ্দীক। মোহাম্মদ জাহাঙ্গীর আলম একই বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে বিএ (অনার্স), এমএ ও এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: ও আইবিবি থেকে ডিপ্লোমা অ্যাসোসিয়েট (উঅওইই ্ উঅওই) ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:-এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। চাকরিকালে তিনি শাখা ব্যবস্থাপক, জোনাল হেড ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শিয়ালদী গ্রামের মরহুম মৌলভী মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া ও মোসা: ছুখিনা বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন