শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তিন ক্রীড়াবিদকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ৮:০৯ পিএম

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ ৪০ হাজার টাকা দিলেন গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনাজয়ী তিন ক্রীড়াবিদকে। বাড়ি ভাড়ার বকেয়া বাবদ এই অর্থ পেলেন শ্যুটার সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তর সিমান্ত। সোমবার রাতে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বকেয়া অর্থের চেক তুলে দেন তিন স্বর্ণজয়ীর হাতে। ২০১৬ সালে এসএ গেমসের পর প্রত্যেককে একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ফ্ল্যাট তৈরীর সময় পর্যন্ত ফি মাসে অন্যত্র আবাসনের ভাড়াও দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মোতাবেক গত ৩০ মাসের ভাড়া পেয়েছেন তিন ক্রীড়াবিদ। শ্যুটার শাকিলকে ৭ লাখ ২০ হাজার টাকা এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্তকে ৬ লাখ ৬০ হাজার টাকা করে ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার আগে ভাড়া বাবদ আর্থিক অনুদান দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন