বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সঙ্গীতশিল্পী পুতুলের নতুন উপন্যাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

আসন্ন একুশে বইমেলায় প্রকাশিত হবে সঙ্গীতশিল্পী পুতুলের লেখা নতুন উপন্যাস। উপন্যাসের নাম কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত। এটি প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী। সমাজে একজন শুভ্র চামড়ার নারীর যতটুকু মূল্যায়ন হয়, তারও দ্বিগুণ অবহেলিত হয় একজন কালো বর্ণের নারী-এ বিষয়টি উপন্যাসে উঠে এসেছে বলে জানান পুতুল। তিনি বলেন, আশা করছি, ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই এটি মেলায় পাওয়া যাবে। আর বইটিকে ঘিরে ফেসবুকে বিশেষ আয়োজন করছি। জানুয়ারি মাসজুড়ে প্রতি সপ্তাহে একদিন এই উপন্যাস নিয়ে আমার ভাবনা বিনিময় করবো, পড়ে শোনাবো অংশবিশেষ। এর বাইরে পুরো ফেব্রুয়ারি জুড়ে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় হাজির থাকার চেষ্টা করবো। গত চার বছর ধরে একুশে বইমেলায় পুতুলের বই প্রকাশিত হচ্ছে। গত মেলায় প্রকাশিত হয় উপন্যাস জ্যোৎ¯স্নারাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না। এর আগে ২০১৬ সালে তার প্রথম বই প্রকাশিত হয়। এটির নাম ছিল পুতুল কাব্য উপক্রমণিকা (কাব্যগ্রন্থ)। এরপর ২০১৭ সালে পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায় (কাব্যগ্রন্থ) ও ২০১৮ সালে একটি মনস্তাত্তি¡ক আত্মহনন এবং তার পুতুল কাব্যিক প্রতিবেদন (উপন্যাস) প্রকাশিত হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন