যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গরবার সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।
টিমের অন্য সদস্যরা হলেন, উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ,গুলশান আনোয়ার প্রধান, সহকারি পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান এবং নেয়ামুল আহসান গাজী। সকাল পৌনে ১১টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৯ ডিসেম্বর দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিস দেয়।
নোটিসে বলা হয়, ‘ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারী কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।’ শেখ মারুফ আওয়ামীলীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালীদের গ্রেফতার করা হয়। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ১৯টি মামলা করে দুদক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন