শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফেব্রুয়ারির শেষের দিকে দেশে ফিরতে পারেন এ্যান্ড্রু কিশোর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ্যান্ড্রু কিশোর এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে ফেব্রæয়ারি মাসের শেষ দিকে তিনি দেশে ফিরতে পারেন। সেখানে তার কেমোথেরাপি চলছে। আর দুই সার্কেলে ৮টি থেরাপি বাকি আছে। এরপর দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন শিল্পীর ছাত্র মোমিন বিশ্বাস। তিনি বলেন, কর্তব্যরত চিকিৎসকের কথা অনুযায়ী আগামী ফেব্রæয়ারি পর্যন্ত তাকে চিকিৎসা নিতে হবে। এরমধ্যে ৮টি কেমো স¤পন্ন হবে। সব কেমো শেষ হলে দেশে ফিরে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। সেসময় নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হবে। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ৪টি সাইকেলে তার ১৬টি কেমো স¤পন্ন হয়েছে। বাকি রয়েছে ২টি সাইকেলে ৮টি কেমো। কেমোর পাশাপাশি বিভিন্ন রকম টেস্ট, থাকা-খাওয়া ও যাতায়াত বাবদ এ পর্যন্ত প্রায় ২ কোটি টাকার প্রয়োজন। আরও প্রায় দেড় কোটি টাকার মতো লাগবে। বিভিন্ন অনুদান ও কনসার্ট থেকে তার চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ৬০ লাখ টাকার মতো সহায়তা পাওয়া গেছে। এরমধ্যে সর্বশেষ দুটি কনসার্ট থেকে এসেছে ৮ লাখ ৮ হাজার টাকা। তার চিকিৎসার জন্য গো ফান্ড মি নামে ওয়েবসাইটের মাধ্যমে তহবিল তৈরির কাজ চলছে। ইতোমধ্যে সেখানে জমা হয়েছে ৮ হাজার ৯৮৯ ডলার। জানা যায়, ২৫ হাজার ডলারের লক্ষ্য পূরণ হলেই এই টাকা শিল্পীর পরিবারের কাছে হস্তান্তর করবে ফাউন্ডেশনটি। এদিকে, সিঙ্গাপুরে যাওয়ার আগে গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এ্যান্ড্রু কিশোরকে আমন্ত্রণ জানান। এ সময় তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও একটি বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ তার চিকিৎসায় সহায়তায় আরও ১০ লাখ টাকা প্রদান করে। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণায়ল তাকে ৩ লাখ টাকা অনুদান দিয়েছে। এছাড়াও ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন তারকা ও এ প্রজন্মের শিল্পীদের উদ্যোগে তার চিকিৎসার জন্য টাকা দেওয়া হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন