মুজিববর্ষ কাপ গলফ টুর্নামেন্টে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের দলগতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি জেতার পাশাপাশি তৃতীয়স্থানও অর্জন করেছে বাংলাদেশের তিনটি দল। বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় পারের চেয়ে দু’স্ট্রোক কম খেলে ২৮৬ গ্রস স্কোর নিয়ে শিরোপা জেতে বাংলাদেশ ‘এ’ দল। ১০ স্ট্রোক বেশি খেলে ২৯৮ গ্রস স্কোর নিয়ে লাল-সবুজের ‘বি’ দল রানার্সআপ এবং ১১ স্ট্রোক বেশি খেলে ২৯৯ গ্রস স্কোর নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ ‘সি’ দল। এছাড়া ব্যক্তিগত বিভাগের চার রাউন্ড শেষে চার স্ট্রোক কম খেলে ১৪০ স্কোর নিয়ে স¤্রাট শিকদার শীর্ষস্থান অক্ষুণœ রেখেছেন। স্বাগতিকদের অন্য দু’গলফার সৈনিক শাহাব উদ্দিন পারের চেয়ে এক স্ট্রোক বেশি খেলে ১৪৫ স্কোরে দ্বিতীয় এবং মো. ফরহাদ পারের চেয়ে দু’স্ট্রোক বেশি খেলে ১৪৬ স্কোরে তৃতীয় স্থানে রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন