রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চার সঙ্গীত শিল্পীর কণ্ঠে মুজিববর্ষ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

‘মুজিব বর্ষ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন প্রজন্মের চার জনপ্রিয় শিল্পী কিশোর, রন্টি, সাব্বির ও লুইপা। সম্প্রতি গানটিতে কণ্ঠ দেন তারা। মুজিব বর্ষ জেগে উঠুক স¤প্রীতির বর্ণিল উৎসবে/ প্রজন্মের জাগরণে/ মুজিব বর্ষ জেগে উঠুক লক্ষকোটি প্রাণের উচ্ছ¡াসে/ সৌহাদ্যের বন্ধনে/ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে/ লক্ষ কোটি তারার আলোর ঝলকানিতে- এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সংগীতশিল্পী কিশোর বলেন, গানের কথা-সুর এবং সংগীতায়োজন খুব চমৎকার। এই গানটির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করছি। লুইপা বলেন, ‘মুজিব বর্ষ’ শিরোনামের গানটি একটি উৎসবমুখর গান। মনে হয় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে আমরা চারজন গানটি গেয়েছি। সাব্বির বলেন, গানের প্রতিটি লাইন হৃদয়ে গাঁথা। অসাধারণ একটি গান। আশা করি ‘মুজিব বর্ষ’ গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে। রন্টি দাশ বলেন, মনে হলো গানটি গাওয়ার মাধ্যমে আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। গীতিকার সুজন হাজং বলেন, ‘মুজিব বর্ষ’ গানটি এই চারজনই অসাধারণ গেয়েছেন। চারজনের কণ্ঠেই আলাদা বৈশিষ্ট্য এবং বৈচিত্র আছে। তাই গানটিতে বহুমাত্রিক আবেদন তৈরি হয়েছে। আশা করি, এই গানটি মুজিব বর্ষকে আরো উজ্জীবিত করবে। গানটি আজ সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গেøাবাল টিভিতে প্রচারিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন