শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আহমেদ আলীর ইন্তেকাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১০:২০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, ৫২ এর ভাষা সৈনিক, ৭১ এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আহমেদ আলী (৯৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন।

রাজধানীর অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১.৪৭ মিনিটে বর্ষিয়ান এই রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বাধীনতা উত্তর কুমিল্লা জেলার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে আজ অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লা নগরীর শাসনগাছা কবরস্থানে দাফন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন