বিনোদন ডেস্ক : ঈদে অভিনেত্রী অপি করিমের পরিবেশনায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান কোথায় পাবি মন। ঈদ উপলক্ষে এটি তার বিশেষ একক নৃত্যানুষ্ঠান। ফোক আধুনিকসহ পাঁচটি গানে নৃত্য করেছেন তিনি। অপি বলেন, ‘নাচটা আমি হৃদয়ে ধারণ করি। আরটিভির ঈদের জন্য এ নাচের অনুষ্ঠানটি করতে গিয়ে অনেক সময় নিয়েছি। রিহার্সেল করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘কোথায় পাবি মন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন