রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পরিচালনায় রফিকউল্লাহ সেলিম

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনেতা রফিকউল্লাহ সেলিম এবার নাটক নির্মাণে নিজেকে জড়িয়েছেন। সম্প্রতি ‘একজন বাবা’ নামে একটি টেলিফিল্ম তিনি নির্মাণ করেন। এটি রচনা করেছেন সৈয়দ মহিদুর রহমান।  অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, শিরীন বকুল, রফিকউল্লাহ সেলিম, সাঈফ খান, জান্নাতুন সুমাইয়া হিমী, হাফিজুর রহমান সুরুজ, সালতানাত সুপ্ত প্রমুখ। পরিচালনা প্রসঙ্গে রফিকউল্লাহ সেলিম বলেন, দীর্ঘদিন অভিনয়ের সাথে যুক্ত। অনেকেই জিজ্ঞেস করেন পরিচালনা করেন না কেন। আপনারা যদি নির্মাণে না আসেন, তবে নাটক নির্মাণ ঋদ্ধ হবে না। তাদের এ কথায় অনুপ্রাণিত হই। আবার এটাও ভাবি, আমি অভিনেতা। অভিনয় করাটাই আমার কাজ। পরিচালনা অনেক বড় দায়িত্বের। এটা যথাযথভাবে করতে না পারলে ব্যর্থ হতে হবে। এর জন্য মানসিক প্রস্তুতি লাগে। পরিচালনায় আসার আগে আমাকে এ প্রস্তুতি নিতে হয়েছে। তারপর পরিচালনা শুরু করেছি। চেষ্টা করেছি একটি ভাল নাটক নির্মাণ করতে। পরিচালনায় নিয়মিত হওয়া প্রসঙ্গে সেলিম বলেন, নিয়মিত হতে পারব কিনা জানি না। তবে সময় ও সুযোগ পেলে নির্মাণ করব। ‘একজন বাবা’ নাটকে আমরা এক পিতার কথা বলতে চেয়েছি, যিনি তার সর্বস্ব দিয়ে সন্তানদের মানুষ করেছেন, করেছেন সমাজে প্রতিষ্ঠিত। অথচ বৃদ্ধ বয়সে সে পিতা, সেই সন্তানদের কাছে একটু নিরাপত্তা, সম্মান অথবা আশ্রয়, কোনটাই পেলেন না! তারপরও তিনি একজন বাবা। সন্তানদের জন্মদাতা পিতা। নিজে ছোট হলেও সমাজের কাছে কি কোন পিতা তার সন্তানদের ছোট করতে পারেন? টেলিফিল্মটি আজ চ্যানেল আইয়ে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন