আসন্ন রিয়েলিটি শো ‘দ্য ভয়েস ইন্ডিয়া কিড্স’ সহ-উপস্থাপনা করবেন অভিনেতা জয় ভানুশালি। তার সঙ্গে উপস্থাপনায় থাকবেন গায়িকা-কৌতুকাভিনেত্রী সুগন্ধা মিশ্র।
আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এর অনুসরণে ভারতীয় ‘দ্য ভয়েস ইন্ডিয়া’র সাফল্যের পর নির্মাতারা শিশুদের নিয়ে ‘দ্য ভয়েস ইন্ডিয়া কিড্স’ নির্মাণের সিদ্ধান্ত নেয়। এতে ছয় থেকে চৌদ্দ বছর বয়সী শিশুরা অংশ নেবে।
জয় বলেছেন, “আমি ‘দ্য ভয়েস ইন্ডিয়া’র শেষ শোটি দেখেছি আর খুব উপভোগ করেছি। এই শোটির সবকিছুই আমার পছন্দ হয়েছে। এরপর শিশুদের নিয়ে এর দ্বিতীয় মৌসুম ‘দ্য ভয়েস ইন্ডিয়া কিড্স’ উপস্থাপনার জন্য আমাকে প্রস্তাব দেয়া হলে আর মানা করিনি। সুতরাং আমি শোটি উপস্থাপনা করছি।”
অ্যান্ডটিভির অনুষ্ঠানটিতে নীতি মোহন, শান এবং শেখর রবজিয়ানি কোচের দায়িত্ব পালন করবেন।
জয় এর আগে ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ এবং ‘দিল সে নাচেঁ ইন্ডিয়াওয়ালে’ উপস্থাপনা করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন