শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কানিয়ে ওয়েস্টের ওপর অগ্নিশর্মা টেইলর সুইফ্ট

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কানিয়ে ওয়েস্ট তার ‘ফেমাস’ গানটিতে তাকে নিয়ে সরাসরি অশালীন ইঙ্গিত করা থেকেই গায়িকা টেইলর সুইফ্টকে দারুণ রেগে ছিলেন। আর এখন সেই একই গানের মিউজিক ভিডিও এক অংশে আরও কয়েকজন তারকার সঙ্গে শয্যায় তার মোম মূর্তি যোগ করায় সেই রাগ একবারে সীমা অতিক্রম করে গেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, কানিয়ে’র এই পদক্ষেপে কী সাড়া দেয়া যায় তা নিয়ে পরিকল্পনা করছেন ২৬ বছর বয়সী গায়িকাটি। বিচিত্র ‘ফেমাস’ ভিডিওটিতে কানিয়ের শয্যা পাশে তার স্ত্রী কিম কার্ডাশিয়ান ও আরও ডজনখানেক তারকাকে দেখান হয়েছে যার মধ্যে আছেন- রে জে, বিল কসবি, কেইটলিন জেনার, ডনাল্ড ট্রাম্প, রিয়ানা এবং ক্রিস ব্রাউন।
“কানিয়ে’র ভিডিওটি দেখে টেইলর রেগে অগ্নিশর্মা হয়ে আছেন। তিনি অনুভব করছেন তাকে সরাসরি আক্রমণ করা হয়েছে। তিনি জানতেন কানিয়ে কী করবে তা অনুমান করা যায় না, কিন্তু তিনি যে সীমা ছাড়িয়ে যাবেন তা তিনি ভাবতে পারেননি। কানিয়ে সম্প্রতি ‘কেই কি আমার বিরুদ্ধে মামলা করবে, আমি অপেক্ষায় আছি’ টুইট করার পর থেকে টেইলর তার দলবল নিয়ে এখন কৌশল নির্ধারণ করছেন।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন