বলিউডের অনেক অভিনেত্রী তাদের ক্যারিয়ারের পড়তি অবস্থায় চলচ্চিত্র প্রযোজনায় নিজেদের সংশ্লিষ্ট করেছেন। কিন্তু, কাজল নন। তিনি ক্যামেরার সামনেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। এই তো কিছুদিন আগেও তার অভিনয়ে একটি চলচ্চিত্র মুক্তি পেল। এখন পরিস্থিতি বদলেছে এবং তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এবার তিনি ক্যামেরার পেছনে আরেকটি দায়িত্ব পালন করছেন। প্রযোজনা নয়, তিনি তার স্বামীর প্রযোজনার একটি বিপণনের কাজটি করছেন।
কাজলকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ চলচ্চিত্রে; এটি ২০১৫তে মুক্তি পেয়েছে। এতদিন অভিনেত্রীটি তার পরিবার নিয়ে ব্যস্ততার কারণে শুধু অভিনয়েই যা আগ্রহ দেখিয়েছেন। তবে এখন তিনি ক্যামেরার পেছনে একটি দায়িত্বেও আগ্রহী হয়ে উঠেছেন। জানা গেছে, তার স্বামী অজয় পরিচালিত ও প্রযোজিত ‘শিবায়’ চলচ্চিত্রটি বিপণনে নেতৃত্ব দিচ্ছেন কাজল। অন্যদিকে অজয় সতীশ ভার্গবের সঙ্গে চলচ্চিত্রটি পরিচালনায় ব্যস্ত আছেন।
‘শিবায়’ ফিল্মটিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছেন সায়েশা সায়গল, বীর দাশ, এরিকা কার এবং বিজু থাঙজম। মুক্তি পাবে দিওয়ালী উপলক্ষে ২৮ অক্টোবর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন