মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গায়ের রঙের জন্য ড্যানিয়েল কালুইয়া যুক্তরাজ্যে অভিনয়ের সুযোগ পেতেন না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

অভিনেতা ড্যানিয়েল কালুইয়া জানিয়েছেন সাদা চামড়ার প্রতি প্রযোজকদের পক্ষপাতের জন্য যুক্তরাজ্যে তার কাজ পেতে তার সমস্যা হত, শেষে হতাশ হয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। “আমি ইংল্যান্ডে অনেক চেষ্টা করেছি। কিন্তু আমার ত্বকের রঙের কারণে আমি রোল পাচ্ছিলাম না। এমনটা ঠিক নয়। ফাঁদে পড়ে গেছিলাম।” “উদাহরণ হিসেবে বলা যায়, আমি একটি টিভি অনুষ্ঠানের জন্য গিয়েছিলাম। ১০ স্তরের অডিশনে অংশ নিতে হয়। কেন্দ্রীয় চরিত্রের জন্য আমি আর একজন শ্বেতাঙ্গ অভিনেতা ছিল। কাহিনী ছিল এলিয়েনদের নিয়ে। আমি এমনই একটি অডিশনে গিয়ে দেখি তার জন্য অভিনয় প্রশিক্ষকের ব্যবস্থা করা হয়েছে। তাকে তারা যতটা পছন্দ করছিল আমাকে ততটা নয়,”কালুইয়া বলেন। “অন্য পেশায় ব্যাপারটা অস্বাভাবিক হতে পারত, তবে আমার পেশায় নয়। এমন কয়েকবার ঘটার পর আমি মনে মনে বললাম,‘না, আমি তো নির্বোধ নই’।” কালুইয়া জর্ডান পিল পরিচালিত ২০১৭’র হরর ফিল্ম ‘গেট আউট’-এ অভিনয় করে অস্কার এবং গোল্ডেন গেøাব মনোনয়ন পেয়েছিলেন। কালুইয়া লন্ডনের কেন্টিশ টাউনে বড় হয়েছেন। “ব্রিটেন যুক্তরাষ্ট্রে একটি ব্র্যান্ড। সবাই সচেতন যে আমি ব্রিটিশ, কিন্তু তারা আমাকে চেনে না। আমি ইংলিশ উচ্চারণ-ভঙ্গি জানি বলে কিছু আলাদা সুবিধা পাই,” তিনি বলেন। কালুইয়াকে আগামীতে ‘কুইন অ্যান্ড ¯িøম’ চলচ্চিত্রে দেখা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন