শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ২:২৯ পিএম

বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকালে এ পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান, আজ বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আছাদের ধানের খোলায় আওয়ামী লীগের সম্মেলন ডাকে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকরা। এদিকে স্থানীয় সংসদ সদস্য আবদুল কুদ্দুস এর সমর্থকরাও একই স্থানে সমাবেশের ডাক দেন।

একই স্থানে উভয়ের সমাবেশ ডাকার কারণে সংঘাত উত্তেজনা ও উভয় পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন