রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে বাংলাদেশ ও ভারতের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করবেন ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হবে। ইতোমধ্যে এর শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ শুরু হয়েছে। চিত্রনাট্য নিয়ে কাজ করছেন দুই চিত্রনাট্যকার অতুল তিওয়ারী ও শামা জায়েদী। সিনেমাটি নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। বাংলাদেশের পক্ষে এফডিসিবি আর ভারতের পক্ষে এনএফডিসি সমঝোতায় স্মারক করে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্দো-বাংলাদেশ তথ্য-স¤প্রচার মন্ত্রণালয় সভায় এ সমঝোতা স্বাক্ষরিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের কেন্দ্রীয় তথ্য ও স¤প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকর। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইন্দো-বাংলা স¤পর্ক একটা নতুন উচ্চতা পেয়েছে। দুই দেশ মিলেমিশে বঙ্গবন্ধুর যে বায়োপিক নির্মাণ হচ্ছে সেটি কালজয়ী একটি কাজ হবে। ভারতের মন্ত্রী প্রকাশ জাভেদকর বলেন, বাংলাদেশ ভারতের স্বাভাবিক মিত্র। দুই দেশের প্রচুর মিল। সিনেমাটি নির্মাণে ভারত সহায়তা করছে। বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণে সহায়তা করবে এমন প্রতিশ্রæতিও দিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে বায়োপিকটি মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন