শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মেধাবী তরুণদেরন নিয়ে কাজ করতে পছন্দ করি- হাবিব ওয়াহিদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আমরা ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ কাজে লাগাতে পারছি। আমার বিশ্বাস, সামনে আরো ভালো অবস্থায় মিউজিক ইন্ডাস্ট্রি যাবে। এখন বিভিন্ন কো¤পানি ভালো গানে বিনিয়োগ করছে। তাছাড়া শিল্পীরা নিজেরাও নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করতে পারছে। এর ফলে গানের স্বত্ব নিজের কাছেই থাকছে। এটা বেশ ইতিবাচক দিক। আমি আশাবাদী, ইন্ডাস্ট্রি নিয়ে। সঙ্গীত ইন্ডাস্ট্রির বর্তমান ও ভবিষ্যত নিয়ে কথাগুলো বললেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদ। তিনি বলেন, এখন সিডিতে গান প্রকাশ হচ্ছে না। তবে প্ল্যাটফর্ম বেড়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে গান প্রকাশ হচ্ছে। এ কারণে গানও পৌঁছে যাচ্ছে শ্রোতাদের কাছে। গান শোনাটা শ্রোতাদের জন্য সহজ হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সিনেমা ও অডিওতে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন হাবিব ওয়াহিদ। গত কয়েক বছর ধরে মিউজিক ভিডিওসহ নিয়মিত গান প্রকাশ করছেন। এর বাইরে গত বছর থেকে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নিজের সুর ও সংগীতে তরুণ প্রজন্মের বেশ কজন শিল্পীর গান। তিনি বলেন, গত বছর নিজের গানের বাইরেও বেশ কিছু শিল্পীর গান করেছি। আমার সুর ও সংগীতে আমারই ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি পড়শী, লিজা ও তারেকের গান। প্রতিটি গান থেকেই ভালো সাড়া পেয়েছি। আমি সব সময় মেধাবী তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করি। তাদের নিয়ে আমার কাজের এই ধারা অব্যাহত থাকবে। খুব শিগগিরই নতুন গান প্রকাশ করা হবে। হাবিব বলেন, আমার সুর ও সংগীতে সালমার গান প্রকাশ করবো। নতুন বছরে আমার কাছ থেকে শ্রোতাদের জন্য প্রথম চমক হবে এটি। গানটির শিরোনাম তোমার অপেক্ষায়। এরইমধ্যে এটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। শিগগিরই তা প্রকাশ করবো। আমার বিশ্বাস, আগেরগুলোর মতো এ গানটিও শ্রোতারা পছন্দ করবেন। গত বছর বিভিন্ন কো¤পানি ও নিজের ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ করেছি। প্রতিটি গান থেকেই শ্রোতাদের বিভিন্ন ধরনের ইতিবাচক মন্তব্য পেয়েছি। বিষয়টি আমার উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছে। নিজের গানগুলো ছাড়াও আমার সুর ও সংগীতে তরুণদের প্রকাশিত গানগুলো শ্রোতারা পছন্দ করেছেন। নতুন পরিকল্পনা সম্পর্কে হাবিব বলেন, আমি পরিকল্পনা করে তেমন কিছু করি না। তবে ভালো ভালো গান এ বছরও প্রকাশ করতে চাই। একটির সঙ্গে অন্যটির মিল থাকবে না, এমন গান করার টার্গেট থাকে আমার। সেদিক থেকে এরইমধ্যে কিছু গানের ট্র্যাক রেডি করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন