বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ার সমুদ্র উপকূলে তেল অনুসন্ধান করবে তুরস্ক : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১:৫৬ পিএম

নিজেদের সমুদ্র উপক‚লে তেল অনুসন্ধানের কাজে তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। গতকাল সোমবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এ তথ্য দেশটির টিভি চ্যানেল এনটিভিকে জানিয়েছেন।
এরদোগান জানান, ভূমধ্যসাগরের লিবিয়া উপক‚লে তুরস্ক যেমন তেল-গ্যাস অনুসন্ধানের কাজ পেয়েছে, তেমনই সোমালিয়াও একইরকম আমন্ত্রণ জানিয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
২০১১ সালে দুর্ভিক্ষ শুরু হওয়ার পর থেকে সোমালিয়াকে নিয়মিত সহায়তা দিয়ে আসছে তুরস্ক। হর্ন অব আফ্রিকাতে তুরস্কের প্রভাব বাড়ছে সোমালিয়াসহ ওই অঞ্চলের কয়েকটি দেশে সহায়তা ও বিনিয়োগের মাধ্যমে। এখনও সোমালিয়া কোনো তেল উৎপাদনকারী দেশ নয়।তবে বেশ কিছু বৈজ্ঞানিক জরিপে দেখা যাচ্ছে দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ তেলের উপস্থিতি থাকতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
OmarFaruq ৩০ জানুয়ারি, ২০২০, ১১:৩৬ এএম says : 0
আলহামদুলিল্লাহ প্রিয় নেতা এরদোয়ান আপনাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ তায়ালা আপনাকে দুনিয়ায় সফলতা ও পরকালে সম্মান বৃদ্ধি করুক আমিন ইয়া রব্বুল আলামীন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন