শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাদরীর বিরুদ্ধে সমাবেশ স্থগিত

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

হজ ও ওমরা সম্পর্কে ভন্ডপীর আবুল বাশার আল কাদরীর কট‚ক্তির প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসনের মধ্যস্থতায় নরসিংদীতে ভন্ডপীর কাদরীর সকল আস্তানা বন্ধ করার আশ্বাসে আলেম-ওলামারা তাদের বিক্ষোভ সমাবেশ আপাতত স্থগিত ঘোষণা করেন।
নরসিংদী জেলা প্রশাসনের পক্ষে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির। আলেম-ওলামাদের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী, আলোচনায় অংশ নেন মাওলানা মুফতি আলী আহমদ আল হোসাইনী, শায়খুল হাদিস মুফতি মাওলানা আব্দুর রশিদ, বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহŸায়ক মুফতি মোস্তফা আল ফারুকী, সদস্য সচিব মিলন মিয়া।
আলোচনা সভায় আল্লামা ইসমাঈল নুরপুরী জানান, ভৈরবের আবুল বাশার আল কাদরী একজন নির্জলা ভÐ। পীর নাম নিয়ে ভÐপীর সেজে সে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে। সে তার কথিত ভক্তদের মাঝে ইসলামের মৌলিক বিষয় নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে। নরসিংদী জেলার বিভিন্ন স্থানে খানকার নামে আস্তানা স্থাপন করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। সম্প্রতি এক মাহফিলে সে হজ ও ওমরা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ওমরাকে মানুষের বাপ বলে আখ্যায়িত করে।
মানুষ তার খানকায় না গিয়ে কেন ওমরা পালন করতে যায়; এ ধরনের প্রশ্ন তোলে।
কাদরীর এই মন্তব্যের পর নরসিংদীসহ দেশের আলেম সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নরসিংদীর আলেম-ওলামারা প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। গতকাল সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলেম-ওলামারা ভÐপীর কাদরীর সকল আস্তানা বন্ধের অনুরোধ জানালে জেলা প্রশাসন ও রায়পুরা থানা কর্তৃপক্ষ এতে সম্মত হন। এরই পরিপ্রেক্ষিতে বিক্ষোভ সমাবেশ আপাতত স্থগিত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন