বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রমণ রাঘব ২.০

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

এক ভয়ানক সিরিয়াল কিলারের গল্প যার নাম রামান্না (নওয়াজউদ্দিন সিদ্দিকি)। বর্তমানের মুম্বাই তার অপরাধের ক্ষেত্র। তার এই অপরাধের অনুপ্রেরণা অবশ্য আরও পাঁচ দশক আগে থেকে নিয়েছে সে। তার অনুপ্রেরণা হল রমণ রাঘব নামের এক সত্যিকারের সিরিয়াল কিলার। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে সে সারা মুম্বাই নগরে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শুধু ভারি ভোঁতা হাতিয়ার দিয়ে পিটিয়ে সে ৪০ জনেরও বেশি ফুটপাথবাসীকে হত্যা করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সে সময় মুম্বাইয়ের মানুষ রাতে বের হওয়া বন্ধ করে দেয় আর রাতের ফুটপাথে বাস্তুহারাদেরও ঘুমানো বন্ধ হয়ে যায়। রামান্না হল এই রমণ রাঘবের ভক্ত অর্থাৎ দ্বিতীয় সংস্করণ। সে সম্ভবত রামনের চেয়েও এক কাঠি বেশি নির্দয় কারণ সে শিশুদেরও ছাড়ে না। এক শিশুকে হত্যা করার আগে সে তার নাম দেয় পকেট আর তার মতে এই পকেট মারা সবচেয়ে সহজ। রামান্না যে শুধু রমণের ভক্ত তা নয়, সে রাঘবন (ভিকি কৌশল) নামে মুম্বাই পুলিশের এক তরুণ সদস্যেরও সমান ভক্ত। এই পুলিশ কর্মকর্তাটি তার সহিংস আচরণের জন্য বাহিনীতে কুখ্যাত। রামান্না মনে করে রাঘবন তার নিজেকে যতটা না চেনে তার চেয়ে সে বেশি চেনে তাকে। রাঘবন জানেনা রামান্না তার অজান্তে তাকে অনুসরণ করছে। সে এমন পরিস্থিতি সৃষ্টি করে যাতে তারা বারংবার মুখোমুখি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন