১৯৯৬ সালের সায়েন্স ফিকশন বøকবাস্টার ‘ইন্ডিপেন্ডেন্স ডে’র সিকুয়েল ‘ইন্ডিপেন্ডেন্স ডে : রিসারজেন্স’। প্রথমটির মত এটিও পরিচালনা করেছেন রোল্যান্ড এমারিক। ‘গডজিলা’ (১৯৯৮), ‘দ্য প্যাট্রিয়ট’ (২০০০), ‘দ্য ডে আফটার টুমরো’ (২০০৪), ‘টেন থাউজেন্ড বিসি’ (২০০৮), ‘টোয়েন্টি টুয়েল্ভ’ (২০০৯), ‘অ্যানোনিমাস’ (২০১১), ‘হোয়াইট হাউস ডাউন’ (২০১৩) এবং ‘স্টোনওয়াল’ এমারিক পরিচালিত চলচ্চিত্র।
১৯৯৬ সালে এলিয়েনদের আক্রমণ থেকে পৃথিবীকে রক্ষা করা গেলেও সেই থেকে সবাই জেনে গেছে তারা আবার ফিরতে পারে এবং এবার হয়তো আরও শক্তিশালী হয়ে। মানুষ তাদের এই আশঙ্কা থেকেই সেই থেকে প্রস্তুতি নিতে শুরু করে। গঠন করা হয় ইএসডি- আর্থ স্পেস ডিফেন্স। সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট হুইটমোর (বিল পুলম্যান) এখন এই ইএসডি’র সঙ্গে সংশ্লিষ্ট। এর প্রধান হল ডেভিড লেভিনস্টন (জেফ গোল্ডবøাম), সেই ১৯৯৬ সালে যার কম্পিউটার ভাইরাস দিয়ে এলিয়েনদের ঘায়েল করা হয়েছিল। এলিয়েনদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা তাদের থেকে আটক করা প্রযুক্তির ওপরই তৈরি করা হয়েছে। ইএসডির ধারণা তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা এলিয়েনদের রুখবার জন্য যথেষ্ট। কিন্তু এলিয়েনরা এবার আরও শক্তিশালী হয়ে এসেছে। ইএসডিও তাদের কৌশল নতুন করে সাজায়। ইএসডির এই যুদ্ধে যোগ দেয় হুইটমোরের মেয়ে প্যাট্রিসিয়ার (মাইকা মনরো) বৈমানিক প্রেমিক জেক মরিসন (লিয়াম হেমসওয়ার্থ)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন