রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদে শেখ মহসিনের শর্ত

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে শেখ মহসিনের একাধিক গান রিলিজ হচ্ছে। গতকাল মুক্তি পেয়েছে ‘হিট অ্যালবাম ৫’ নামে একটি অ্যালবাম। এতে শেখ মহসিন ছাড়াও গান করেছেন তাহসান, তপু, মিনার, ইমরান, ঝিলিক, এফ এ সুমন, এহসান রাহি, অভি, শুভ। মহসিনের গানটি লিখেছেন অনুরূপ আইচ। শিরোনা শর্ত। সুর ও সঙ্গীত করেছেন সচী শামস। শেখ মহসিন জানান, অত্যন্ত দরদ দিয়ে গানটি গাইতে চেষ্টা করেছি। গানের বাণীর গভীরতা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। এদিকে শেখ মহসিনের আরও বেশ কয়েকটি গান বিভিন্ন অ্যালবামে মুক্তি পাচ্ছে। এছাড়া কিছুদিন আগে মুক্তি পাওয়া তার একক অ্যালবামও বাজারে পাওয়া যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন