শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চুরির শাস্তি জুতার মালা

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ৫:৪৫ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে এক চোরকে হাতেনাতে আটক করে গলায় জুতারমালা পড়িয়ে গণধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে এলাকাবাসী। আজ বৃহস্প্রতিবার (২৩.০১.২০২০) সকালে উপজেলার সালেংকা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, গত বৃহস্প্রতিবার (২৩.০১.২০২০) ভোররাতে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের সালেংকা গ্রামের রাজা মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল তার বাড়িতে ঢুকে ঘরের তালা ভেঙ্গে চুরি করার সময় দেখে ফেলে পাশের বাড়ির বাছেদ, সুমন ও রায়হান। পরে তারা ধাওয়া দিয়ে এলাকাবাসীর সহায়তায় হাতেনাতে আরজু মিয়া (৩৫) নামের এক চোরকে আটক করে অন্যরা পালিয়ে যায়। সে একই ইউনিয়নের পারাগ্রামের মোতাহার উদ্দিনের ছেলে। সকালে গ্রামবাসী র্ধৃত চোরকে উপজেলার হামিদপুর বাজারে নিয়ে আসলে বিক্ষুদ্ধ জনতা গণধোলাই দিয়ে চোরের গলায় জুতার মালা পড়িয়ে সারা বাজার প্রদক্ষিণ করায় । ইউপি সদস্য টিক্কা খান জানান, এ বিষয়ে কেউ বাদী হয়ে থানায় অভিযোগ দিতে রাজি না উপস্থিত স্থানীয়রা চোরকে ছেড়ে দেয়। ঘাটাইল থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই মতিউর জানান এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন