বিনোদন ডেস্ক : পবিত্র ঈদকে সামনে রেখে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ইলিয়াস হোসাইন ও লোপা হোসেইন এর দ্বৈত কণ্ঠে গাওয়া ‘প্রাণের চেয়ে বেশি’ গানটির মিউজিক ভিডিও। লেজার ভিশনের ব্যানারে গত বছর কিছু প্রত্যাশা অ্যালবামে গানটি প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম এবং সুর ও সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিওটিতে প্রথম বারের মতো মডেল হলেন লাক্স চ্যানেল আই সুপার স্টার বিজয়ী চৈতী এবং চৈতীর সাথে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান। রাজধানীর নিকেতন ও উত্তরায় বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটি চিত্রায়িত হয়। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়া উদ্দিন আলম এবং দর্শকরা লেজার ভিশন ইউটিউব চ্যানেলে উপভোগ করতে পারবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন